শনিবার, ২ এপ্রিল, ২০১৬

এই হত্যাকাণ্ড কি বন্দো হবে না :



সাতছরির Road Kiling দিন দিন বেড়েই চলছে King Cobra মারা পরার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারো মারা পরল বাচ্চা সহ চশমা পড়া হনুমান ......!! এর প্রতিকার আমরা কেউই খুজে দেখি না .........!! বিদ্যুতের খুটি স্থাপন ও গত বছর দুটি কালভার্ট করতে গিয়ে অনেক গাছ ও গাছের ডাল কেটে ফেলা হয় । এতেই বানর,হনুমান সহ অন্যান্য বন্য প্রাণীর চলাচলে বেঘাত ঘটে। তাই প্রাণের ঝুকি নিয়েই বাচ্চা সহ হনুমান ও বানর গুলো নিচ দিয়ে রাস্তা পারা পার হয়। আবার কনিমোচড়া জাগাটায় দ্রুত গতিতে গাড়ি আসলে অপর পাশ থেকে দেখা যায় না ।
একটি সংরক্ষিত বনের মাঝখান দিয়ে রাস্তা ...!! তার উপর যদি রাস্তার পার্শের গাছ ও গাছের ঢাল কেটে ফেলা হয় , তাহলে ............!!
কোন সংরক্ষিত বনে যদি কোন উন্নয়ন কার্যক্রম করতে হয় ঐখানকার পরিবেশের প্রতিটি সদস্যদের কথা চিন্তা করেই উন্নয়ন কার্যক্রম করা উচিত বলে আমরা মনে করি । আর রাস্তায় কি SPEED BREAKER দেয়া যায় না ......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মশা ও মাছি বাহিত রোগ , যা ব্যাঙ মশা ও মাছি খেয়ে এই সকল রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে

                                                                             " বন্য প্রাণী বেঁচে থাকুক আমাদের প্রয়োজনে " ...

জনপ্রিয় পোস্টসমূহ