শনিবার, ২ এপ্রিল, ২০১৬

প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারন প্রাকৃতিক বন ধ্বংস করা। আমরা যতই বৃক্ষ লাগাই না কেন তা কখনই প্রাকৃতিক ভারসাম্যতে প্রকৃতির যেই নিয়ম সেই ভাবে রক্ষা পাবে না । একটি এলাকাতে বা বনে কি কি গাছ কতোটি করে থাকবে আমরা তা জানি না। প্রকৃতির আনুপাতিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। আমরা কথাউ গাছ লাগালে কয়েক প্রজাতির গাছ লাগাই । কিন্তু ঐ এলাকাতে কোন কোন প্রজাতির গাছ প্রয়জন এবং কতোটি করে থাকলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে সেই ডাটা মানুষের পক্ষে বাহির করা সম্বব নয়। তাই প্রাকৃতিক বন রক্ষ্যার গুরুত্ব অনুভব করি এবং Eco Tourism এর নামে আধুনিকায়নে প্রাকৃতিক বন ধ্বংস থেকে আমরা সরে আসি ...........................।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মশা ও মাছি বাহিত রোগ , যা ব্যাঙ মশা ও মাছি খেয়ে এই সকল রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে

                                                                             " বন্য প্রাণী বেঁচে থাকুক আমাদের প্রয়োজনে " ...

জনপ্রিয় পোস্টসমূহ